এনামুল খন্দকার, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা দুর্নীতি দমন কমিশন ৯ ডিসেম্বর রোজ শনিবার সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে।
পরবর্তীতে সকাল সাড়ে ৯ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় ঝিনাইদহ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শফিউদ্দিন খানের সভাপতি থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন, ঝিনাইদহ কেসি কলেজের সাবেক অধ্যক্ষ বিএম রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এমএন শাহাজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু ও আইনজীবী অ্যাডভোকেট সালমা খাতুন প্রমুখ।
আরও পড়ুন:নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রোকেয়া দিবস পালিত
এই সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা পরিষদ সচিব সেলিম রেজা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলফা ইয়াসমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রাহায়ান ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।