ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে ৩ সপ্তাহে ২২টি বাড়িতে চুরি, বাদ গেলনা মেম্বারের বাড়িও

50
admin
ডিসেম্বর ১১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লীতে প্রতিরাতেই চুরির ঘটনা ঘটছে। গত তিন সপ্তাহে অন্তত ২২টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে চুরি আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রবিবার দিনগত গভীর রাতে বিষ্ণুপুর ইউপির টানা তৃতীয়বারের মেম্বার শেখ সিরাজুল ইসলাম, মৃত ইছাক গাজীর ছেলে আব্দুল হামিদ গাজী ও মৃত মনসুর আলী গাজীর ছেলে সালাউদ্দিন গাজীর বাড়িতে এই চুরি সংঘটিত হয়। মেম্বার শেখ সিরাজুল ইসলামের বাড়ির গেটের ২টি তালা ও বসতঘরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণের গহনা, নগদ ২৬ হাজার টাকা ও ফ্রিজ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে চোরেরা।

একই রাতে আব্দুল হামিদ গাজীর বাড়ি থেকে ২ জোড়া রূপার নুপুর, ১টি আংটি, ২টি চেইনসহ টিসিবির ক্রয়কৃত মালামালও নিয়ে গেছে চোরেরা। এছাড়া দিন মজুর সালাউদ্দিন গাজীর ঘরের তালা ভেঙে একটি মোটর ভ্যানসহ পরিবারের ব্যবহার্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে।

বিষ্ণুপুর ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার শেখ সিরাজুল ইসলাম বলেন, প্রতি রাতেই ইউনিয়নের বিভিন্ন স্থানে চুরির সংবাদ আসছে। অবশেষে আমার বাড়িতে একই ঘটনা ঘটলো। আমি হতভম্ব। থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।