ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন হোসেন এর সাথে ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিক দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ধনবাড়ী থানায় তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী থানার (ওসি) তদন্ত ইদ্রিস আলী ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি , সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন , সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান (সোহান ), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম , কোষাধ্যক্ষ মো: মুশাররফ হোসেন , দপ্তর সম্পাদক রাম চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন , ধর্ম বিষয় সম্পাদক মোঃ রনি ,কার্যকরী সদস্য মো: ফিরোজ আলম , সাধারন সদস্য রনি , জাহিদ হাসান প্রমুখ।
আরও পড়ুন:শ্রীবরদীতে নবাগত ইউএনওর মতবিনিময় সভা
এ সময় নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। প্রশাসনের অজানা অনেক গুলো বিষয় তারা তোলে ধরেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে সবাই উপকৃত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।