ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ঘন কুয়াশায় ট্রেন লাইনচ্যুত:লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

50
admin
ডিসেম্বর ১২, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকিরুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ঘন কুয়াশায় ট্রেন লাইনচ্যুত: লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে রংপুরের কাউনিয়ায় লাইন চেঞ্জিংয়ের সময় ট্রেন লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টা ৪০ মিনিটে এই লাইনচ্যুতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক। স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেনটি কাউনিয়া পূর্বে কেবিন (তিস্তা পার হয়ে) পৌঁছায়। পরে সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়া স্টেশনে লাইন চেঞ্জিং এর সময় চেঞ্জিং পয়েন্ট কুয়াশার কারণে ভালোভাবে দেখা না যাওয়ায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন:কাউনিয়ায় হাফ ইয়ারলি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

এসময় তিনটা লাইনই ছিড়ে সামনের ইঞ্জিন বাকা হয়ে ইঞ্জিনের সামনের চাকা গুলো লাইন থেকে পরে যায়। এতে ইঞ্জিন ও পেছনের বগিসহ ২ টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা ট্রেন কাউনিয়ায় আসতে পারবে না কিংবা কাউনিয়া থেকেও কোনো ট্রেন ছেড়ে যেতে পারবে না। এ বিষয়ে কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন, সংস্কারের কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত সংস্কার শেষে ট্রেন চলাচল শুরু হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।