স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ সাহা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে দীর্ঘদিন যাবৎ বালু ও কাঠের ব্যবসা করছে স্থানীয় একটি প্রভাবশালীমহল।
মাঠের চারপাশে বেষ্টনী না থাকায় যে যার মতো ব্যবহার করছে মাঠটি। আর খেলাধূলা করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠ হলেও কর্তৃপক্ষের নেই সঠিক তদারকি। রাস্তার পাশেই রয়েছে বেশ কয়েকটি স’মিল। তাদের কাঠগুলো মাঠের একাংশে রেখে প্রকাশ্যেই ব্যবসা করছেন।
এছাড়া স্থানীয় বালু ব্যবসায়ীরাও দখলে রেখেছেন একটি অংশ। বিদ্যালয়ের মাঠের অংশ দখল করে বালু ও কাঠের ব্যবসাকে ভালো চোখে দেখছেন না সচেতন মহল। তারা বলছেন, বিদ্যালয় কর্তৃপক্ষের তদারকির ঘাটতির কারণেই প্রভাবশালী কিছু ব্যক্তি নিজেদের ব্যবসায়িক কাজে মাঠটি ব্যবহার করতে পারছেন। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বারবার বলার পরেও প্রভাবশালী কিছু ব্যক্তি কাঠ ও বালু সড়াচ্ছে না। সাময়িকের জন্য সড়ালেও কিছুদিন পরে আবার দখলে নেয় তারা।
আরও পড়ুন:ভাঙ্গায় বাচ্চা নিয়ে ঝগড়াঝাঁটির জেড় ধরে হত্যাকান্ড
বেশ কয়েকবার মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থাও নেওয়া হয়েছিলো। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আমি বিষয়টি নিয়ে মিটিংয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলবো। উপজেলা নির্বাহী অফিসার শামিম হোসাইনকে মুঠোফোনে কল দিলে তার অফিসে গিয়ে কথা বলার জন্য বলেন। পরে অফিসে গেলে তিনি এ প্রতিবেদককে বলেন, এটি কোনো গুরুত্বপূর্ণ বা বড় বিষয় না।
এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওগুলো নিয়ে কাজ করার জন্য বলেন। মাঠে খেলতে আসা শিক্ষার্থীরা যদি দুর্ঘটনার শিকার হয় তাহলে এর দায়ভার কে নেবে জানতে চাইলে তিনি বলেন, আপনি এ বিষয়ে নাম উল্লেখ করে রিপোর্ট করেন