আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে
। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শালুয়াভিটা গ্রামে শাহেদ আলী শেখের বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে সদর থানায় শাহেদ আলী শেখসহ ৫/৬ জনের নামে ধর্ষণ মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খোকশাবাড়ী ইউনিয়নে শালুয়াভিটা গ্রামে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে তার মা লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একজন অফিসারকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মামলা সুত্রে জানা যায়, শালুয়াভিটা গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে ভ্যান চালক শাহেদ আলী শেখ (৫৭) গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তার নিজ বাড়িতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে।
আরও পড়ুন:ভাঙ্গায় বাচ্চা নিয়ে ঝগড়াঝাঁটির জেড় ধরে হত্যাকান্ড
এ সময় মামলার বাদী নিজে হাতে তাকে ধরে ফেলে। পরে শাহেদ আলী শেখের স্ত্রী ও তার বড় ভাইসহ স্থানীয়দের অবগত করেন। পরের দিন ঐ গ্রামের মুরুব্বী শহিদুল্লাহ ও মুরগী আলমগীর বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য বাদীর পরিবারকে নিকট অনুরোধ করে। পরে শহিদুল্লাহ ও মুরগী আলমগীর বিচার দেওয়ার নামে বিভিন্ন তালবাহানা করতে থাকে।
এর মধ্যে শাহেদ আলী শেখকে শহিদুল্লাহ ও মুরগী আলমগীর কৌশলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। রাতের অধারে শাহেদ আলী শেখ বাড়ির সকল জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।