ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

শৈত্যপ্রবাহ কী? এটি কখন হয় ও কতদিন থাকে?

50
admin
ডিসেম্বর ১৬, ২০২৩ ৭:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

এবারের শীতের প্রথম শৈত্যপ্রবাহের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়ার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, কোথাও কোথাও মৃদু ধরনের শৈত্যপ্রবাহ অনুভূতি তৈরি হয়েছে। তবে তীব্রতা ১৮ তারিখ পর্যন্ত বৃদ্ধি পাবে না বলে মনে হচ্ছে।

এ সময় সারাদেশে তাপমাত্রা সাড়ে সাত থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানান তিনি।

কিন্তু এই শৈত্যপ্রবাহ কী? এটি কখন হয় এবং এর স্থায়িত্বই বা কতদিন থাকে?

শৈত্যপ্রবাহ কী?

বাংলাদেশে সাধারণত শীত পড়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। এ সময় হিমালয়ের পাদদেশ থেকে ঠাণ্ডা বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যায়। ফলে শীত অনুভূত হয়।

যদি এই তাপমাত্রা কমতে কমতে নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখন শৈত্যপ্রবাহ চলছে বলে ধরে নেওয়া হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আমাদের দেশে শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যখন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে, আমরা তাকে শৈত্যপ্রবাহ বলি।  তাপমাত্রাভেদে শৈত্যপ্রবাহকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে।

তাপমাত্রা যদি আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এরচেয়ে কমে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে হয় মাঝারি শৈত্যপ্রবাহ আর চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

তবে শৈত্যপ্রবাহ হিসেবে ধরতে হলে এই তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত তিনদিন হতে হবে। অর্থাৎ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও তা যদি কমপক্ষে তিনদিন না থাকে তবে তা শৈত্যপ্রবাহ হিসেবে ধরা যাবে না।

শৈত্যপ্রবাহ কখন আসে?

বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতকাল।
আর এসময়ই শৈত্যপ্রবাহ দেখা যায়। শৈত্যপ্রবাহ তিন থেকে সাতদিন বা তার বেশিও দীর্ঘায়িত হতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার বলেন, একটা শৈত্যপ্রবাহ আট থেকে ১০ দিন বা ১৫ দিন পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন:ফুলবাড়ীতে বেড়েই চলছে শীত ও কুয়াশার তিব্রতা

বছরে কতবার শৈত্যপ্রবাহ হবে তেমন কোন উপাত্ত না থাকলেও গড়ে ডিসেম্বর মাসে এক থেকে দুইটি, জানুয়ারি মাসে দুই থেকে তিনটি এবং ফেব্রুয়ারিতে একটি শৈত্যপ্রবাহ হয় বলে জানান এই আবহাওয়াবিদ। কখনো কখনো একটি শৈত্যপ্রবাহই লম্বা সময় ধরে চলতে পারে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।