মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকাল ৫ টার সময় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী নিম্মআয়ের শীতার্ত অসহায় ও দুস্হ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম ( পি আই ও) কম্বল বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৭ টি ইউনিয়নে মোট ২১০০ শ কম্বল বিতারণ করেন। ১ টি পৌরসভা ৪১০ টি কম্বল বিতারণ করেন। উপজেলায় ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে মোট ২৫, শ ১০ টি কম্বল বিতারণ করেন ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।