ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা-লেগুনা ও মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মজিদ নামে আহত একজনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
২৪(ডিসেম্বর)রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ-পাগলা- জগন্নাথপুর আঞ্চলিক মহা-সড়কের মজিদপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের মারফতে জানাযায়, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি লেগুনাকে ওভারটেক করতে গিয়ে সিএনজি(অটোরিকশা)ও মোটরবাইকে মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।এ ঘটনায় লেগুনার ৫ যাত্রী,সিনজি(অটোরিকশার)থাকা ৪ জন ও মোটরবাইকে চালক ও আরোহী আহত হন।
আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতাবস্থায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের নাইওর আলীর পুত্র মজিদ আলর(৫৫),শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রমের মাহবুব মিয়া(২৫),ও দিরাই উপজেলার মকবুল হোসেনের পুত্র জুবায়ের আহমদ(৪০)কে সিলেটে প্রেরণ করেন।সেখানে চিকিৎসারত অবস্থায় জগন্নাথপুরের কাতিয়া গ্রামের সিএনজিতে থাকা যাত্রী মজিদ আলীর মৃত্যু হয়।তার আত্মীয় হাবিল খান মৃত্যর ব্যাপারটি নিশ্চিত করেছেন।