স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের এক কর্মীর বাড়িতে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের ট্রাক প্রতীকের এক কর্মী আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে শৈলকূপা পৌর এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আহত ওই কর্মীকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক প্রতীকের কর্মী আবুল কালাম আজাদকে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা করার জন্য কয়েকদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিল স্থানীয় কাউন্সিলর মাজেদুল হক চৌকা।
ওই প্রস্তাবে আজাদ রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে আসছিল। ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, এই অবস্থায় কাউন্সিলর চৌকার নেতৃত্বে তার ক্যাডার বাহিনী রিফাত, শিপন, সীমান্ত, সেজানসহ সংঘবদ্ধ একটি দল আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমার ছোটভাইয়ের মোটরসাইকেলসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। আমি বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে। শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১ শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর হামলা ও ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, নির্বাচনী সহিংসতারোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আহত আজাদ আভিযোগ দিয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের আটকের জন্য আমাদের অভিযান চলছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।