ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল জেলায় দ্বিতীয় বারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন ধনবাড়ীর মাসউদুল আলম উচ্ছল

50
admin
ডিসেম্বর ২৮, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল জেলায় দ্বিতীয় বারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন,টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কৃতি সন্তান উচ্ছল কনস্ট্রাকশনের মালিক আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল ।

২০২২-২৩ অর্থবছরে ‘দীর্ঘ সময় আয়কর প্রদানকারী’ ক্যাটাগরিতে তিনি ২য় সেরা করদাতা নির্বাচিত হন। গতকাল দুপুরে বঙ্গতাজ অডিটরিয়াম, গাজীপুরে আয়োজিত সেরা করদাতা সম্মাননা, সনদপত্র ও ট্যাক্স কার্ড বিতরণ অনুষ্ঠানে তাকে সম্মননা দেওয়া হয়। গাজীপুর শহরের অডিটোরিয়ামে আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল সম্মাননা গ্রহণ করেন। তার হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি :মো: ইকবাল হোসেন, সদস্য কর আপীল ও অব্যাহতি,জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন, মাসুদা শিকদার, অধ্যক্ষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর, আলহাজ্ব এ্যাডভোকেট দেওয়ান আবুল কালাম, ভারপ্রাপ্ত সভাপতি ট্যাক্সেস বার এসোসিয়েশন গাজিপুর, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তৌহিদুল মুনির, কর কমিশনার কর অঞ্চল গাজীপুর। এ সময় বিভিন্ন অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন করদাতাদের উৎসাহ দেওয়া ও করদাতাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতে গত ১০ বছর ধরে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হচ্ছে।

সম্মাননা প্রাপ্তির পর ধনবাড়ী উপজেলার আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল গণমাধ্যমকে বলেন, দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি, এ সম্মান পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। তিনি বলেন, আমাদের করের টাকায় যখন দেশে বড় কোনো উন্নয়ন হয়, তখন আমরা নিজেদের ধন্য মনে করি। দেশ ও মানুষের জন্য কিছু করতে পেরেছি ভেবে ভালো লাগে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।