ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে এক হিরোইন বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

50
admin
অক্টোবর ১৭, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে ১৯০ গ্রাম হিরোইন নিজ হেফাজতে রাখার অপরাধে মিজানুর রহমান (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁ জেলার পোরশা থানার লক্ষ্মীপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মামলার বরাত দিয়ে স্টেনোগ্রাফার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ১৯ জুন সলঙ্গা থানার রাধানগর এলাকায় মহাসড়কে অভিযান চালায় র্যাব-১২ এর সদস্যরা।

ওই সময় বগুড়া থেকে নগরবাড়ীগামী সৌমির পরিবহন নামে একটি লোকাল বাস থামালে মিজানুর রহমান নামে এক যাত্রী বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র্যাব তাকে ধরে দেহ তল্লাশি করে ১৯০ গ্রাম হেরোইন পায়।

এ ব্যাপারে র্যাবের সেই সময়ের ডিএডি মো. ছামিউল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য মোট আটজন সাক্ষী উপস্থাপন করে। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।