ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বরেকর্ড করে বিপদমুক্ত হয়েছেন শেখ হাসিনা: রিজভী

50
admin
জানুয়ারি ১৭, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তার অপরিসীম ক্ষমতায় আইনকানুন, নিয়মনীতি, সংবিধান, শৃঙ্খলা সবকিছু পদতলে পিষ্ট করে দেশে জংলী শাসন কায়েম করেছেন। তার বক্তব্য ভ্রান্ত ও মিথ্যা তথ্যের সমষ্টি ছাড়া কিছুই নয়। তাদের উদ্ভট কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পেছন থেকে কেউ ধাওয়া করছে আর তারা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন ঊর্ধ্বশ্বাসে।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ভীতিতে তাড়াহুড়ো করে ক্ষমতা নবায়ন করতে গিয়ে আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে। সংবিধানকে কাটা-ছেঁড়া করে আত্মম্ভরি ও ভোগবিলাসী নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করে যাচ্ছেন শেখ হাসিনা। এক প্রধানমন্ত্রী থাকতেই ক্যাবিনেট না ভেঙেই ওয়ান ইলেভেনের ১৭ বছর পূর্তির দিন গত ১১ জানুয়ারি আরেকটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে। যা সাংবিধানিকভাবে অবৈধ।

তিনি বলেন, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বিগত সংসদের মেয়াদ আছে। তা ভেঙে না দিয়েই শেখ হাসিনার নির্দেশে অবৈধভাবে শপথ নিয়েছে আরেকটি। বর্তমানে সংসদে ৬৪৮ জন শপথবদ্ধ সংসদ সদস্য রয়েছেন। তাদের কেউ কেউ আগেও ছিলেন, এবারও হয়েছেন। তবে যারা হতে পারেনি তারা ২৯ জানুয়ারি পর্যন্ত সংসদ সদস্য থাকবেন।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, সংবিধানের ৭২ এর ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি আগে ভেঙে দিয়ে না থাকলে, প্রথম বৈঠকের তারিখ থেকে ৫ বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে। সে হিসেবে ২০১৯ সালের ৩০ জানুয়ারি শুরু হওয়া সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। এদিকে রাষ্ট্রপতিও সংসদ ভেঙে দেননি, তার মানে একাদশ সংসদের সংসদ সদস্যরা এখনো সংসদ সদস্য হিসেবে আছেন।

তিনি বলেন, চরম সংবিধান লঙ্ঘন করায় যেকোন সময় দ্বাদশ সংসদ বাতিল করে দিতে পারেন উচ্চ আদালত। দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় জনগণের শেষ আশ্রয়স্থল আদালতকে এখন যুগান্তকারী ভূমিকা নিতে হবে। সংবিধান বহির্ভূত নির্বাচন, সরকার গঠন ও মন্ত্রিপরিষদ গঠনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে উচ্চ আদালত বাতিল করে দিতে পারে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।