মোঃ মজিবর রহমান শেখ,
প্রতি বছরের ন্যয় এ বছরও “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৯ জানুয়ারী শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ মহেশালী ধনীপাড়া গ্রামে শিবতস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প ও পিঠা উৎসব পালিত হয়। ঠাকুরগাঁও জেলার ১৯৯৩ সালে এসএসসি ব্যাচের সমমনা বন্ধু সংগঠন “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর আয়োজনে উল্লেখিত গ্রামের ৩শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, ব্লাড প্রেসার পরিমাপ সহ নাক, কান, গলার রোগীদের চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিতবস্ত্র বিতরণ করেন উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁওয়ের বন্ধু ডা: শেখ মাসুদ, রেজাউল করিম রাজু, রনজিনা, আকতার, নজরুল, আশরাফ সোহাগ, ওমর ফারুক, আল্পনা, দুলাল, ডলার, কামরুন শাহিন, রুস্তম, সাদ্দাম সাদাব, জুয়েল, আনোয়ারুল, ফারজানা লাকী, হাসানুজ্জামান সুমন, নাজমুল হক নাজু, সাহান সোহেল, জিন্নাহ, শহিদ, শামস্ ইকবাল, অধির, হাসান মাহমুদ জুয়েল, তুষার, শামীম, আজাহার, তরিকুল, সাবিনা ইয়াসমিনসহ সকল উদ্দীপ্ত বন্ধুরা। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ১৯৯৩ সালে এসএসসি ব্যাচের সমমনা বন্ধু সংগঠন “উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও” এর পক্ষ থেকে ইতিপূর্বে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সারা দেশে সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা হয়ে আসছে এবং আগামীতেও এ জাতীয় সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানান সদস্যরা। শেষে পিঠা উৎসব পালন করেন “উদ্দীপ্ত-৯৩” ঠাকুরগাঁও জেলার সদস্যগণ।