ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত

50
মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উপ-সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সম্প্রতি গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার এ আদেশ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পৌঁছে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ঠাকুরগাঁওয়ে মামলা করেন তার স্ত্রী ফরজানা নওশিন ফুজি।

ঐ মামলায় গত ২৯ জুলাই জুবায়ের ইবনে নুর জামিন নিতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত। কারাগারে থাকায় তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কাছে অভিযোগ দায়ের তার স্ত্রী।

অভিযোগপত্রটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

গত ৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে এ আদেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্ত্রীর করা মামলার কারণে উপ- সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।