ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের শীতার্ত শিক্ষার্থী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

50
admin
জানুয়ারি ২২, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনজিও ফেডারেশন (এফএনবি)। রংপুরের বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়।

ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, আশা, এসকেএস ফাউন্ডেশন, আরডিআরএস বালাদেশ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় সোমবার (২২ জানুয়ারী) রংপুর মহানগরীর আলহাজ্ব হাজেরা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই শীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তশালীদের পাশাপাশি সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায়েও আমাদের যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যেতে তাদেরকে পিছনে ফেলে রাখা যাবে না। তারা আমাদের সমাজের অংশ।

মাদ্রাসার পরিচালক হাফেজ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাকের পক্ষে একেএম জাহেদুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের টুটুল চন্দ্র পালসহ অনেকে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।