শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার
শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনজিও ফেডারেশন (এফএনবি)। রংপুরের বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়।
ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, আশা, এসকেএস ফাউন্ডেশন, আরডিআরএস বালাদেশ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় সোমবার (২২ জানুয়ারী) রংপুর মহানগরীর আলহাজ্ব হাজেরা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই শীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তশালীদের পাশাপাশি সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায়েও আমাদের যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যেতে তাদেরকে পিছনে ফেলে রাখা যাবে না। তারা আমাদের সমাজের অংশ।
মাদ্রাসার পরিচালক হাফেজ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাকের পক্ষে একেএম জাহেদুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের টুটুল চন্দ্র পালসহ অনেকে।