নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়নের অসহায় ও দুঃস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, ড. জান্নাত আরা তালুকদার হেনরী এমপি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ সংলগ্নে, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে এই কম্বল বিতরন করেন।
শীতবস্ত্র বিতরণকালে এমপি হেনরী বলেন, শেখ হাসিনা সরকার জন বান্ধব সরকার, সব সময় অসহায় দুঃস্থ্য হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, এস, এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহীন সুলতানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টি,এম মোস্তফা জয় সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।