ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বাধায় বালিয়াডাঙ্গীতে ‘কালো পতাকা মিছিল’ করতে পারেনি বিএনপি

50
admin
জানুয়ারি ৩০, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আল মামুন,বালিয়াডাঙ্গী প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বাধায় কালো পতাকা মিছিলে করতে পারেনি বিএনপি।

দ্বাদশ জাতীয় সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখা বিএনপির বের করা কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিছিলে বাধা পেয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করেন নেতা-কর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে চৌরাস্তা মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, , দপ্তর সম্পাদক মকবুল হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, সাধারন সম্পাদক রবিউল আলম, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী জিল্লুর, জাসাসের সভাপতি হারুন অর রশিদ, ।

এসময় উপস্থিত ছিলেন– উপজেলার আট ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘অবৈধ নির্বাচন মানি না, বাতিল কর’, ‘ডামি নির্বাচন মানি না, মানব না’, ‘ডামি সরকার চাই না, পদত্যাগ কর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে বাধা দেওয়ার বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, অনুমতি ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির নেতা-কর্মীদের মিছিল না করার জন্য অনুরোধ করা হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে কর্মসূচি শেষ করেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম বলেন, অন্য একটি দলের মিছিল বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে গেলেও পুলিশ তাতে কোনো বাধা দেয়নি। অথচ ফ্যাসিবাদী অবৈধ এই সরকার প্রশাসনকে দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। কোনো কর্মসূচি ঘোষণা করলেই সেখানে পুলিশ দিয়ে বাধা দেয়। পুলিশের জোরে সরকার ক্ষমতায় আছে। এখন জনসাধারণকে ভয় পাচ্ছে সরকার।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।