বিশেষ সংবাদদাতা
দুই যুগের বেশী সময় পূর্বে, ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল সম্পন্ন করা, একটি ব্যাচের বন্ধু-বান্ধুবীদের নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে ২০১৮ সালে একটি অনলাইন মেসেঞ্জার গ্রুপ খোলা হয়।
যার নামকরণ করা হয় “প্রাইমারি ফ্রেন্ডস ফোরাম”। ফোরামটি বিগত সময়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিলেও, এ বছর থেকে তারা তাদের প্রাক্তন বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলের অসচ্ছল অনুজদের মাঝে কিছু ইউনিফর্ম (উপহার) বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
গতকাল পহেলা ফেব্রুয়ারি রোজঃ বৃহস্পতিবার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার জাহান লিটন স্যারের উপস্থিতিতে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (AUEO) নাছিমা বেগম স্যারের হাত দিয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন এবং তাদের (শিক্ষার্থীদের) হাতে ইউনিফর্ম তুলে দেন। কতিপয় বন্ধুদের দ্বারা গঠিত “প্রাইমারি ফ্রেন্ডস ফোরাম” ও উক্ত স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের ব্যতিক্রমী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (AUEO) নাছিমা বেগম স্যার ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার জাহান লিটন স্যারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। ভবিষ্যতেও উক্ত বিদ্যালয়ের অসহায়/অসচ্ছল অনুজদের মাঝে ইউনিফর্ম বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে “প্রাইমারি ফ্রেন্ডস ফোরাম” অঙ্গীকার করেছে এবং যার যার অবস্থান থেকে চাইলেই এমন ছোট ছোট কাজের মাধ্যমেও আমরা আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারি বলে সকলের নিকট প্রত্যাশা রেখেছেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।