মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে কোমলমতি মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পৌলি বাজার সংলগ্ন দারুত্ তাক্ওয়া মডেল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিশিষ্ট সমাজ সেবক আফজাল হোসেনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা মো. আফজাল হোসেনের সভাপতিত্ব ও পরিচালক আব্দুল মান্নানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন আক্তার । বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো. জয়নাল আবেদিন।
প্রধান অতিথির বক্তব্যে জেসমিন আক্তার বলেন, আমাদের সবাইকেই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের উত্তরসূরী হবে আমাদের সন্তানেরা। তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
মাদরাসাটি প্রতিষ্ঠা করে আফজাল হোসেন একটি ভাল কাজ করেছেন। এর জন্য তিনি দুনিয়া ও আখেরাতে ভালো ফল পাবেন। সভাপতির বক্তব্যে আফজাল হোসেন বলেন, সেবামূলক কাজ করতে আমার ভালো লাগে।
নিজ উদ্যোগেই মানুষের পাশে দাঁড়াই। যখন যেখান থেকেই ডাক আসে সেখানেই ছুটে যাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমৃত্য মানুষের সেবা করে যেতে পারি। এ সময় শিক্ষার্থীদের গার্জিয়ান ও ৭ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।