মোঃ জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার
অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ হিন্দু মহাজোট বরিশাল জেলা শাখা কমিটি। প্রতি বছরের মত এ বছরও বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্র কমিটির উদ্যোগে হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ হিন্দু মহাজোট বরিশাল জেলা শাখা কমিটি।
২ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ শুক্রবার সকাল ১১ টার সময় বরিশাল চৈতন্য স্কুলে কম্বল বিতরণ করেন এবং বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন সুচিত্রা দেবনাথ। বিতরন অনুষ্ঠানে ৫০ জন অসহায় দরিদ্র মানুষদের কম্বল বিতরণ করেন এবং তার মাঝে ৪ জন মুসলিমও ছিলো।
উক্ত বিতরণ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট বরিশাল জেলা শাখার সভাপতি সুচিত্রা দেবনাথ ও সহ সভাপতি বেবি রানী গাইন। উপদেষ্টারা ছিলেন রাম কৃষ্ণ দেবনাথ, বিষু পোষ, পরিমল চন্দ্র দেবনাথ এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণজিৎ, যোসেফ বিশ্বাস, বাবু সুবাস চন্দ্র মাতুব্বর, বাসু কর্মকার বিপ্লব কর্মকার, সান দা সহ আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার কমিটির সদস্যরা, অসুবিধা বঞ্চিত ও মুসলিম ভাই বোনেরা।