আরফাত হোসেন হিমেল
শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, নওগাঁ মেডিকেল কলেজ শাখা সান্তাহার রেলওয়ে স্টেশনে শীতার্ত ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ ব্যাপারে নওগাঁ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সায়েন উদ্দিন ওয়াদুদ জানান, ‘ যেকোন ক্রান্তিকালীন সময় ও মানবিক কাজে ছাত্রলীগ নিজেদের সাধ্যমতো সর্বদা পাশে ছিলো ও থাকবে। আমাদের সকলের উচিত মানবিক কাজে ব্রতী হওয়া।
সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র সরকার জানান, ‘ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি হয় অনেকের একরাশ হাসির কারণ তাহলে ক্ষতি কী? প্রচারণা নয়, অনুপ্রেরণা তৈরি ও শীতার্ত মানুষের মুখে উষ্ণতা ও প্রশান্তির হাসি ফোটানোর উদ্দেশ্যই আমাদের এই প্রচেষ্টা।
এ সময় উপস্থিতি ছিলেন, নওগাঁ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ফাহাদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উল্লাস দে ঋত্বিক, সাংগঠনিক সম্পাদক ফারহান শিহাব, রিপন রায়, পার্থ সরকার সহ নওগাঁ মেডিকেল কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। তাদের এই প্রচেষ্টায় স্বতঃস্ফূর্ত সহযোগীতার জন্য তারা নওগাঁ মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।