মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভরসা গ্রুপের (ড্রিম নাইট) মশার কয়েল বিক্রেতা ও ডিলারদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ডিগ্রী কলেজ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভরসা গ্রুপ থেকে গ্রহণকারী প্রায় ১০০ পরিবেশক ও অতিথি যোগ দেন।
ভরসা গ্রুপের হেড অফ মার্কেটিং সাগর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহিম উদ্দিন ভরসা এন্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরাআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি ও সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ প্রমূখ।
সানন্দবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মো. গাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে ভরসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুল হক ভরসা, রিজিওনাল সেল্স ম্যানেজার মাহবুবুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার মেহের আলী,বিক্রয় কর্মীসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।