মোঃ আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার রাস্তা নির্মান কাজে বাধা ও মানহানীকর বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌরসভার নিজ কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেয়র আব্দুল হান্নান তালুকদার জানান, কাজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রায় ২০/২৫ টি পরিবারের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মানের অনুমোদনে, পাকা রাস্তা (সাইফুলের বাড়ী) হতে সি এইস ডি পাকা রাস্তা পর্যন্ত ৭৫০ মিটার রাস্তার পাকা করণ ও রাস্তা নির্মানের কাজ চলমান অবস্থায় আনিছুর রহমানের স্ত্রী কাজল খাতুন বাধা প্রধান করেন। অথচ দির্ঘ ৭ মাস যাবৎ তাকে দুইটি আইনি নোটিশ প্রধান করে রাস্তার জায়গা ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তিনি রাস্তার জন্য জায়গা না ছেড়ে উল্টো রাস্তার জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মান করেন। এমতাবস্থায় যারাই তাকে রাস্তার জমি ছেড়ে দিতে বলে তাদেরকেই তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে আমি আর পৌর প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান সরজমিনে রাস্তা পরিদর্শনে যাই। ঐ সময় আনিছুর রহমানের স্ত্রী কাজল আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি রাস্তা নির্মানে বাধা না দেওয়ার জন্য তাকে একাধিকবার অনুরোধ করলে, তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায় তিনি আমার ও প্যানেল মেয়র শরিফুলের উপর ইট হাতে নিয়ে আক্রমণ করলে, আমরা দ্রুত সেখানে থেকে চলে আসি। ঘটানার একসময় স্থানীয় মহিলারা কাজলের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন, আমরা কাজলের উপর কোন প্রকার আক্রমণ করিনি। কিন্তু তিনি বিভিন্ন মিডিয়াকে ডেকে আমাকে ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানকে জড়িয়ে মারামারির মিথ্যা নাটক সাজিয়ে বক্তব্য প্রধান করেন। এতে আমার ও পৌরসভার ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্চে। আমি জনসার্থে পৌরসভার রাস্তা নির্মানের কাজ করছি, অথচ আনিসুর রহমানের স্ত্রী কাজল খাতুন, পুরো এলাকার জনসাধারণের জন্য চলাচলের রাস্তা নির্মানের কাজে বাধা দিচ্ছে। এবং সেই সাথে আমাকে জড়িয়ে নানা প্রকার মানহানিকর বক্তব্য দিচ্ছেন । আমি এই মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত রাস্তা নির্মান কাজ শুরু করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।