মোঃ রাসেল আকান, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জমি জমা বিরোধকে কেন্দ্রকরে গাছের বাগান থেকে বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ কেটেলোর অভিযোগেও মারধরের হুমকির বিচার চেয়ে মো. হিরন তালুকদার (৪৭) রাব্বি তালুকদার (২৫) হামিদা বেগম (৪৪) আসামীকরে আমতলী উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন আঠারগাছিয়া ইউনিয়নের গেরাবুনিয়া গ্রামের প্রবাসি সোহেল তালুকদারের স্ত্রী মোসঃ ইয়ানুর বেগম। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যানকে তদন্তকরে আগামী ২২ নভেম্বর প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জে,এল ২১ নং গেরাবুনিয়া মৌজার এস,এ ২৬৯ নং খতিয়ানের ৮৪৫/৮৪৭ দুইটি খতিয়ানে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দেড় একর জমি ভোগ দখল করে আসছেন সোহেল তালুকদার। কিন্তু ১৮ আক্টোবার সকালে হিরন তালুকদার (৪৭) রাব্বি তালুকদার (২৫) হামিদা বেগম (৪৪)সোহেল তালুকদারের ভোগদখলীয় জমির বাগানে অনধিকার প্রবেশ করে দা, লাঠি, ছেনা, নিয়া ২০০ শতাধিক রেন্ডি,চাম্বল ,আকাশ মনি, আমড়া গাছ কোপইয়া ও কাটিয়া নিয়া যায়। এতে সোহেল তালুকদারে ৬০ হাজার টাকা ক্ষতিসাধন করে। এসময় সোহেল তালুকদারের স্ত্রী ইয়ানুর বেগম বাঁধাদিতে গেলে তাকেসহ তার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয়।
ইয়ানুর বেগম বলেন, “হিরন তালুকদার, রাব্বি তালুকদার ও তাদের সাথে থাকা লোকজন দা , লাঠি ও ছেনা দিয়ে আমাকেসহ পরিবারের সদস্যদের খুন করার হুমকি দিয়ে আমাদের রেপনকৃত গাছগুলো কেটে নিয়ে যায় । আমি এ ঘটনার বিচার চাই।”এ ব্যাপারে অভিযুক্ত হিরন তালুকদার মুঠোফোনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন মুঠোফোনে বলেন কোর্টের আদেশ এখোনো হাতে পাইনি। আদেশ হাতে পেলে যথা সময়ে প্রতিবেদন দেয়া হবে।