ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ঝিকরগাছার হাজিরবাগে চুরির অপবাদ দিয়ে স্কুল ছাত্রকে নির্যাতন

50
admin
অক্টোবর ১৯, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল জব্বার, যশোর জেলা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, গলায় গামছা দিয়ে টেনে হিঁচড়ে চার পাঁচজন যুবক ওই স্কুলছাত্রকে একটি কুলক্ষেতে নিয়ে যান। সেখানে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি মারতে থাকেন। স্কুলছাত্র আকুতি করলেও তারা থামেননি।

নির্যাতিত ছেলের বাবা জানান, ১৮ অক্টোবর দুপুরে দোকান থেকে ছেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাজিরবাগ গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে আলম ও আবুল কালাম আজাদ ওরফে আনন্দের ছেলে সেতু তার গতিরোধ করেন।এসময় চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে পাশের কুলক্ষেতে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। অভিযুক্তরা ক্ষমতাধর হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে বলে জানান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখনো কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।