ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বড়বাড়ি ইউনিয়ন আওয়ামিলীগের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

50
admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমানঃ

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত। বার্ষিক বনভোজন উপলক্ষে অনুষ্ঠানটি নেতা কর্মীদের মিলন মেলায় পরিনিত হয়।শনিবার (১৭ই ফেব্রুয়ারী)লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আইরখামার স্কুল মাঠে, ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো,দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অ্যাডঃ মতিয়ার রহমান কে বিজয়ী করায় নেতা কর্মীরা বেশ উজ্জীবিত, নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে বড়বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজন করে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাডঃমতিয়ার রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব গোলাম মোস্তফা স্বপন,পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন,জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা বনভোজনে অংশ গ্রহন করে।

লালমনিরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন বনভোজনে অংশগ্রহন করে বলেন,স্বৈরতন্ত্রের মরভুমিতে গনতন্ত্রের ফুল ফুটতে শুরু করেছে, ২০০১সালের নির্বাচনে বড়বাড়ি ইউনিয়নের শতভাগ ভোট বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু ছিঁড়ে নেন,তার মতের বিরুদ্ধে এখানে মানুষ কথা বলতে পারেনি,দুলুর বিরুদ্ধে কথা বললে তার উপর জুলুম নির্যাতন নেমে আসতো,তার জ্বলন্ত উদাহরন প্রবীন আওয়ামীলীগ নেতা নওশের আলী মেম্বার ও পিনু।এই ইউনিয়নে আওয়ামীলীগ নেতা কর্মীরা পরিচয় দিতে পারতো না,অথচ আজকে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু ও তার অনুসারীরা গনতন্ত্রের মায়া কান্না করছেন।টানা চতুর্থবার আওয়ামীলীগ ক্ষমতাসীন থাকায়, ভয় ভীতি উপেক্ষা করে আওয়ামীলীগ নেতা কর্মীরা ঘর থেকে বেরিয়ে এসেছে,এতেই প্রমান হয় স্বৈরতন্ত্রের আবাস ভুমিতে ফুল ফুটতে শুরু করেছে।

বড়বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম মিঠু,একজন দক্ষ সংগঠক হিসেবে শত প্রতিকুলতার মধ্যে নেতা কর্মীদের আগলে রেখেছেন,অতীতের যেকোন সময়ের চেয়ে বড়বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এখন সংগঠিত।২০০১ সালের নির্বাচনে বড়বাড়ি ইইনিয়নে আওয়ামীলীগ মাত্র ১১৪টি ভোট পায়, দীর্ঘ পনের বছর মিঠুর নেতৃত্বে আওয়ামীলীগ ঘুরে দাঁড়ায়,বড়বাড়ি ইউনিয়নে আওয়ামীলীগ এবার ২০০০ কাছাকাছি ভোট পায়।বিএনপি অধ্যুষিত বড়বাড়ি ইউনিয়নের নেতা কর্মীদের মনবোল চাঙ্গা রাখতে এই বনভোজনের আয়োজন করে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।