নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড নেভী হাসপাতাল গেইট কাঁচা বাজার উত্তর সাইড রেলবীট টিনসেট মসজিদের আগে রেলওয়ের জায়গা দখল করে ইপিজেড থানার(ওসি) ও এসির কাছ থেকে অনুমতি নিয়ই মুদি দোকানের কাজ করছি।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল মুদি দোকান নির্মাণের কাজ করতে দেখা যায়। স্থানীয় একব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি সংবাদমাধ্যমকে বলেন,সরকারি জায়গা দখল করে মুদি দোকান করার কোন অনুমতি নাই,সরকারি জায়গা বাদ দিয়ে দোকান নির্মাণ করলে কেউ কাউকে বাধা দিতে পারে না,বর্তমানে যে মুদি দোকানটি নির্মাণ করা হচ্ছে,এটা পুরোটাই আইনগতভাবে অপরাধ।এরা মনে করে এসব এদের বাপদাদার সম্পত্তি।বর্তমানে যারা মুদি দোকান নির্মাণ করছেন এরা ব্যক্তিগত ভাবে মানুষকে সম্মান দিতে পারে না।
ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করছেন। রেলওয়ের জায়গা দখলের বিষয়ে দোকান মালিক রাজুর মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন,সবাই যেভাবে দোকানের কাজ করে আসছে,আমিও সেইভাবে আমার দোকানের কাজ করতেছি,তবে রেলওয়ে কতৃপক্ষ এব্যাপারে কোনকিছুই জানে না,দোকান নির্মাণের বিষয়টি ইপিজেড থানার (ওসি) ও এসি অনুমতি দিয়েছে বলে জানান। এব্যাপারে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হোছাইন এর মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন,আমি একটা মিটিং এ আছি,আপনি তদন্ত ওসির সাথে যোগাযোগ করুন।
পরে তদন্ত ওসি নুরুজ্জামানকে অবগত করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,এটা রেলওয়ের জায়গা আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন অনুমতি দেওয়ার আমরা কে। এবিষয়ে বন্দর জোনের এসি হাসান মাহমুদ এর মুঠোফোন যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,এই ব্যাপারে আমরা কেউ কিছু জানি না