মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে “বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক” প্রতিপাদ্যে প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা মডেল প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে আলোচনা স্বরচিত কবিতা-লেখা উপস্থাপন ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন রেজা রুমেলের সঞ্চালনায় ও
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি কবি আব্দুর রাজ্জাক মিকা।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা কালের কন্ঠ ও বাংলা টিভির প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক সকালের সময় দেওয়ানগঞ্জ প্রতিনিধি ফয়জুর রহমান, লেখক রাজন রহমান, শিক্ষক আনোয়ার হোসেন জীবন, কেএমজি মোরশেদ কমল, শরীফ মোহাম্মদ শাহরিয়ার সহ অন্যান্যরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, কিছু গণমাধ্যম মানুষকে বিব্রত এবং বিভ্রান্তি করতে সংবাদ পরিবেশন করে সে ক্ষেত্রে সকালের সময় বাস্তবতা সত্যতা যাচাই করে পাঠকের কাছে সংবাদ তুলে ধরে। যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে ‘সকালের সময়’ খুব কম সময়ের মধ্যেই মানুষের কাছে প্রিয় দৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
অতিথিরা আরও বলেন, অস্বীকারের উপায় নেই, স্বাধীনতা-পরবর্তী ৫ দশকে অনেক সংবাদমাধ্যমের জন্ম হয়েছে, অপমৃত্যুও ঘটেছে, কোনো কোনোটি যে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। এ ক্ষেত্রে দৈনিক সকালের সময় ব্যতিক্রম। এ পত্রিকা তার জন্মলগ্ন থেকে অদ্যাবধি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। পরে মিষ্টি বিতরণ ও সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।