রিফাত হোসেন, লালমনিরহাট
আজ সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত।
এসময় আরও বক্তব্য রাখেন, দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি রবিউল আলম, হাতীবান্ধা থানার এসআই শামসুল হক, প্রেসক্লাবের সাবেক সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম প্রান্ত। আরো অন্যান্য সদস্যবিন্দু অনুষ্ঠান শেষে মৌলভী রেজাউল ইসলাম দোয়া পরিচালনায় করেন।