মোঃ রাসেল আকন আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজ স্ত্রীর মাথা কেটে হাসপাতালে ভর্তি করার অভিযোগ ও বসত ঘরের সামনে গাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে উপজেলার পূর্বচন্দ্রা গ্রামের নাসির সিপাইয়ের বিরুদ্ধে।
এম অভিযোগ করেন চাওড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচন্দ্রা গ্রামের মোঃ জয়নাল সিপাহী। সরেজমিনে স্থানীয়রা জানান, উপজেলার চাওড়া ইউনিয়নের ২৭নং চন্দ্রা মৌজার খতিয়ান ৩২৫ দাগ নং ১৩২১ এ পৈত্রিক ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমিতে প্রায় ১০০ বছর ধরে বাড়ীঘর করে বসবাস করছেন জয়নাল সিপােিয়র পরিবার।
জয়নাল সিপাই অভিযোজে বলেন ,গত ২৬ সেপ্টম্বর নাসির সিপাই উক্ত দাগে আমার ভোগদখলীয় জমির মধ্যে ১৫ শতাংশ জমি পাবে বলে আমার ঘরের সামনে সুপারী গাছ রোপন করেন ও আমার পাকের ঘর ভেঙ্গে ফেলেন। বাড়ীর উপর দিয়ে চলাচলের রাস্তা বন্দ করে দেন। এ ঘটনায় সালিশ বিচারের কথা চলমান অবস্থায় গত ২০ অক্টোবার রাতে আমি ও আমার স্ত্রী বাড়ী ছিলামনা তখন বাড়ীতে বসে নাসির সিপাই তার স্ত্রী অজুফার মাথা কেটে আমাদের নামে মামলা করার জন্য হাসপাতালে ভর্তি করেন।
আমার ও আমার স্ত্রীর সাথে ঐদিন রাতে তাদের ঝগড়াঝাটিতো দুরের কথা নাসির সিপাইয়ের পরিবারের সাথে কোন কথাই হয়নি। শুধু আমাদের হয়রানী করার জন্য এই নাটক সাজিয়েছেন। ইতি পূর্বে আমাদের ও গ্রাম বাসীদের নামে গত ৬ অক্টোবার নাসির সিপাই আমতলী নির্বাহী কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
এ বিষয় পূর্বচন্দ্রা গ্রামের মো. মোজাম্মেল বলেন, নাসির সিপাইয়ের সাথে জয়নাল সিপাইয়ের মারামারি তো দুরের কথা কোন ঘটনাই ঘটে নাই বরং নাসির সিপাই জয়নাল সিপাইয়ের ঘরের সামনে সুপারী গাছের চারা রোপন করেছে জয়নাল সিপাইয়ের পাকের ঘর ভেঙ্গে ফেলেছে। নাসির সিপাইয়ের ঘরের পাশের ঘরের মনোয়ারা বেগম বলেন, শুক্রবার ২০ অক্টোবার রাতে জয়নাল সিপাই বাড়ী ছিলনা এ বাড়ীতে কোন মারামারি হয়নাই।
স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন বলেন, জয়নাল সিপাই ও নাসির সিপাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে । এ বিরোধ নিরসনে শালিস ব্যবস্থার কথা চলমান অবস্থায় গত শুক্রবার ২০ অক্টোবার তার স্ত্রীকে কোপানোর অভিযোগে হাসপাতলে ভর্তি করেছেন । আমি গ্রামের লোকজন ও নাসির সিপাই ও জয়নাল সিপাইয়ের বাড়ীতে খোজ নিয়ে জানতে পারি ঐ দিন রাতে জয়নাল সিপাই বাড়ী ছিলনা।
তাদের বাড়ীতে কোন মারামারি হয়নাই। এ ব্যাপারে নাসির সিপাইর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্ত্রীকে জয়নাল সিপাই কুপিয়ে আহত করেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন বলেন, এ বিষয় এখোনো কোন অভিযোগ পাই নাই । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।