মোঃ রাজিবুল ইসলাম রাজু মাগুরা
অনিয়মে জর্জরিত মহম্মদপুরে নির্মাণাধীন মডেল মসজিদ। নতুন করে নির্মীত ইটের দেওয়ালে করা হচ্ছেনা কিউরিং। সিমেন্ট-বালুর মসলা শুকিয়ে নষ্টো হয়ে যাচ্ছে ইটের গাঁথুনি।
কিউরিং কেন করা হয়-
ভালো মানের কিউরিং করা হলে কংক্রিট পূর্ণ মাত্রায় শক্তি অর্জন করে। স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি পায়, ফাটল হয় না এবং প্রতিকুল আবহাওয়ায় স্থাপনা টিকে থাকার শক্তি অর্জন করে।
কিউরিং কি-
কিউরিং কি কংক্রিট স্থাপন ও কম্পেকশন করার পর কিছু দিন অবিরাম ভাবে কংক্রিটকে আর্দ্র রাখার পদ্ধতিকে কিউরিং বলে।
কিউরিং করার নিয়ম ও পদ্ধতি-
সাধারণত কংক্রিট স্থাপনের ২৪ ঘন্টা পর হতে আরম্ভ করে ২১ হতে ২৮ দিন পর্যন্ত কিউরিং করা হয়। কিউরিং এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা হয়।
যেমনঃ-
ক) পানি ছিটিয়ে। খ) পৃষ্ঠদেশ আবৃত করে (ভেজা বস্তা, কচুরিপানা ইত্যাদি দিয়ে)। গ) ঘের দিয়ে পানি আটকিয়ে (সমতল পৃষ্ঠের জন্য উপযোগী)। যার কোনটায় করা হচ্ছেনা নির্মাণাধীন মহম্মদপুর মডেল মসজিদে।