বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে সিয়াম (৬) নামের এক শিশু ডুবে মারা গেছে। নিহত শিশু উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের প্রবাসী সিজাবের ছোট পুত্র ।
রবিবার ( ১৪ এপ্রিল) দুপুর ২:০০ ঘটিকায় বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (৬) নামক একজন শিশুর মৃত্যু হয়েছে।
একই গ্রামের শিক্ষক রেজাউল করিম জানান, দুপুরে সিয়াম সহ আরও দুজন শিশু নদীতে গোসল করতে নামে । তারা কেহই সাঁতার জানত না। নদীর পানিতে নামার পর হঠাৎ সিয়ামের পা বালির ভিতরে দেবে যেতে থাকে, তখন শিশুগুলো সিয়ামের হাত ধরে টানলেও উঠাতে পারে না। পরে শিশুগুলি দৌড়ে চিৎকার দিয়ে বাড়িতে জানালে নদীতে মাছ মারার জাল দিয়ে খুজা খুজি করা হয়। পরে ঐ গ্রামের প্রতিবেশি লিখন (২৫) নামের একজন যুবক ডুব দিয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে ইউপি সদস্য সাগর আহম্মেদ জানান,আমি এখন ধুনটে আছি গ্রামে গিয়ে ঘটনা জানার পরে আপনাদের জানাতে পারব।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, নদীর ভিতরে সিয়াম (৬) নামের একজন শিশু ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, নদীতে শিশু মৃত্যুর ঘটনা রুখতে পারিবারিক সচেতেনতা বৃদ্ধির প্রয়োজন।