জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।শনিবার (২০ এপ্রিল) বনবিভাগ এ তথ্য জানিয়েছে।
নিহত বাচ্চু গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।
ওই মৌয়াল দলের নেতা সাতক্ষীরার শ্যামগরের গাবুরা গ্রামের বিল্লাল কয়াল জানান, তাঁরা শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে দোবেকি ক্যাম্পের কাঁচিকাটা এলাকায় মধু সংগ্রহের জন্য আগুন দিয়ে ধোঁয়া তৈরি করার সময় হঠাৎ একটি বাঘ বাচ্চুর ওপর হামলে পড়ে। এ সময় আমরা লাঠি দিয়ে প্রতিরোধ করি। কিন্তু বাঘ তাঁর (বাচ্চুর) ঘাড়ে আঘাত করলে সেখানেই মৃত্যু হয়। শনিবার সকালে তাঁর মরদেহ নিয়ে আমরা লোকালয়ে ফিরে আসি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নূরুল আলম জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মনিরুজ্জামান বাচ্চু গাজীসহ ছয় জনের একটি দল মধু সংগ্রহের অনুমতি নিয়ে সুন্দরবনে যায়। শুক্রবার দোবেকি এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের আক্রমণে নিহত হন। মৌয়ালরা শনিবার তাঁর মরদেহ উদ্ধার করে লোকালয়ে ফিরে আসে।