মোকাররম হোসেন পিয়াস, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় বৃহস্পতিবার ২৬ (অক্টোবর) দাগনভূঞা উপজেলাধীন আলাইয়ারপুর ও রামানন্দপুর নামক স্থানে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।এসময় আলাইয়াপুর গ্রামের আবুল বাশার(৩৩) নামক এক ব্যাক্তি ১৩৫ পিস এম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট,১ কেজি ৬০০ গ্রাম গাজা ও ২৮ বোতল বিদেশি মদ সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।আসামিকে গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এ ছাড়া উক্ত অভিযানে রামানন্দপুরে পরাগ দাশ (৩৫) নামক অপর এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাজাসহ নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে তাকে মোবাইল কোর্টের আওতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।