ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা গোপালগঞ্জ জেলা মহাসড়কের কাশিয়ানি হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) জামে মসজিদের মহাসড়কের উপড়ে পৌছিলে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল সুজুকি জিক্সার রেজিঃ নং- ফরিদপুর-ল-১১-৫৪৭৩ কে স্বজোরে ধাক্কা মারলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা লাগে।
এতে মোটর সাইকেল থাকায় আরোহী দুইজন ছিটকে রাস্তার উপরে পড়ে গেলে আপন দুই ভাই গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের পিছনের সিটে বসা থাকা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন।
এবং মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। নিহত হলেনঃ,ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মোঃ নিজাম উদ্দিন পুত্র মিঠুন মাতুব্বর (৩৪),ও অন্তর মাতুব্বর (১৯) আপন দুই ভাই নিহত হন।
সূত্রে জানা যায়,মিঠুন মাতুব্বর মেয়ে দেখতে গোপালগঞ্জ জেলা আত্মীয় বাড়িতে গিয়েছিলেন গোপালগঞ্জ হইতে নিজ বাড়ী ফেরার পথে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।