ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বারহাট্টায় কোর্ট ভবনের হাজত খানায় বসবাস করে ৫ টি পরিবার

50
মোঃ খান সোহেল নেত্রকোণা প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

মানুষ সব চেয়ে বেশি ভয় পায় জেল হাজত বা কারাগার। টাকা পয়সার মায়া-মমতা ত্যাগ করে  জেল থেকে বাঁচতে চায়। কিন্তু এই পাঁচ টি পরিবারের বেলায় একটু ভিন্নতা দেখা গেছে। তারা সেচ্ছায় হাজত খানাতেই মাথা গুছার জায়গা বানিয়ে নিয়েছে। সেটাও আবার বিভিন্ন তদবির করে!

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১৯৮৫ সালে নির্মিত কোর্ট এর ভবনটি এখন পরিত্যক্ত। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এর পরও নিজেদের বসতভিটা না থাকায় জীবনের মায়া ত্যাগ করে কোর্ট এর ভিতরে কয়েদিদের রুম গুলোতে বসবাস  করছে পাঁচ টি পরিবার। তার মধ্যে একটি পরিবারের সদস্যের নাম সমলা আক্তার। সে উপজেলা গুমুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। সে তিন বার আশ্রয়নের ঘরের আবেদন করেও কোন ফল পায়নি। তাই ছোট্ট একটি মেয়েকে নিয়ে দীর্ঘ দিন যাবৎ এই ঝুকিপূর্ণ ভবনটি তে দিনাতিপাত করছে সমলা আক্তার।

বারহাট্টা উপজেলায় এই রকম আরও ভুমিহীন  রেখে ২৩ সালের ২২ মার্চ  উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। ঐ সময় বারহাট্টা উপজেলায় ১৮০ টি পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু এখন এই ১৮০ টি ঘরের মধ্যে অনেক ঘর খালি পড়ে আছে।  কারন তাদের  নিজেদের বাড়িঘর আছে। তারা সখের বশে ঘর নিয়ে খালি পেলে রেখেছে। আর প্রকৃত গৃহহীনরা ঘর না পেয়ে পরিত্যক্ত কোর্ট ভবনের  হাজত খানায় বসবাস করছে।

এনিয়ে প্রতিনিয়ত মানুষের মুখে মুখে অনেক সমালোচনা। তারা বলে কতৃপক্ষ টাকার বিনিময়ে ঘর দিয়েছে। যারা ঘর পাওয়ার যোগ্য তারা বারবার আবেদন করেও কোন ফল পায়নি। বিষয়টি প্রশাসনের নজরে আনতে চাইলেও তারা কেন যেনো এড়িয়ে যায়।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান বলেছেন, আমি নতুন যোগদান করেছি। পরিত্যক্ত ভবনটিতে যদি কোন পরিবার বসবাস করে এবং তাদের ঘরবাড়ি না থাকে তাহলে  তাদেরকে আশ্রয়নের কোন জায়গা ফাঁকা থাকলে সেখানে পুনর্বাসন এর ব্যবস্থা করবো। তাছাড়া নতুন কোন প্রকল্প আসলে বা সরকারি কোন খাস জায়গা থাকলে সেখানে তাদেরকে জমি বন্দোবস্ত দেয়ার চেষ্টা করবো।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।