কলমবীর
আসাদুজ্জামান খান মুকুল
দুখু থেকে কাজী নজরুল
হলেন শেষে কলম বীর,
অত্যাচারীর লৌহ কপাট
ভাঙতে রাখেন উচ্চে শির!
এক হাতে তাঁর অগ্নিবীণা
অন্য হাতে প্রেমের ফুল,
দ্রোহের আগুন জ্বালিয়ে হোন
বৃটিশ রাজার চক্ষুশূল।
বিষের বাঁশির ভয়াল সুরে
উৎপীড়কের কাঁপায় বুক,
সাম্রাজ্যবাদ চূর্ণ করে
সবার মাঝে ছড়ায় সুখ।
দহন দাহে লিখেন তিনি
গল্প-ছড়া-কাব্য-গান,
প্রতিবাদের অগ্নিঝড়ে
উৎপীড়িতের বাড়ায় মান।
বিপ্লবীর ওই শৌর্য-বীর্যে
হে কাণ্ডারী!উড়াও পাল!
জালিম তখ্তে মাখবো রক্ত,
রাখবো না তার বাঁচার হাল!
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।