নিজাম উদ্দীন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে মায়ের সাথে অভিমান করে মির্জা সাজ্জাত হোসেন নূর (১৩) নামের এক শিক্ষার্থী বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকালে উপজেলার পৌর এলাকার ঢেকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মির্জা মোবারক হোসেনের ছেলে ও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থী মির্জা সাজ্জাদ হোসেন নুর কয়েকদিন ধরে কম্পিউটারে গেমস ও কার্টুন দেখায় খুব আসক্ত হয়ে পড়েছিল। গত কয়েকদিন ধরে নিয়মিত স্কুলে না যাওয়ায়, এদিন তার মা তাকে ধমক দেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে বিকেলের দিকে তাদের ‘মা কম্পিউটার’ নামের ফটোকপির দোকানে শাটার বন্ধ করে বৈদ্যুতিক পাখার হুকে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করে।
তার মামা দোকান খোলার জন্য ডাকাডাকি করলেও দোকান না খোলায় তিনি দোকানের পেছন দিক দিয়ে প্রবেশ করে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।