মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ীতে সামাজিক সংগঠন মিতালী প্রবাসী কল্যাণ তহবিল এর উদ্যোগে জুড়ী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪কেজি আটা ৩কেজি আলু ২কেজি পেঁয়াজ ১কেজি মশারী ডাল ১লিটার সয়াবিন তেল ১কেজি লবন ৫০০গ্রাম চিড়া ২৫০গ্রাম রসুন ৫০গ্রাম মরিচ ৫০গ্রাম হলুদ ৫০গ্রাম ধনিয়া ডেটল সাবান ১পিচ ৫প্যাকেট ওর স্যালাইন ১পাতা নাপা টেবলেট (২৭জুন) সংগঠনের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় জুড়ী উপজেলার বন্যা কবলিত মানুষদের মাঝে করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিতালী প্রবাসী কল্যাণ তহবিল এর সভাপতি কয়েছহোসেন সুমন সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম শাওন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ মতসিন আলী আব্দুল মতলিব জাহেদ আনোয়ার চৌধুরী নুরুল ইসলাম জুবেল আবুল হোসেন লিটন সেবুল আহমদ গোলাম দস্তগীর চৌধুরী ফখরুল ইসলাম রুজেল তানভীর খাঁন রুবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বন্যা আক্রান্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।