ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

রংপুর নগরীতে জটিল রোগে আক্রান্ত গরুর মাংস বিক্রি করার অভিযোগ

50
admin
অক্টোবর ২৮, ২০২৩ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান সুমন,রংপুর

নগরীর নজিরের হাটের ছাদেকুল নামের এক কসাইয়ের বিরুদ্ধে জটিল রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ জবাইকৃত ওই অসুস্থ গরুটি পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার মৃত বাচান উদ্দিনের ছেলে নুর আলম মিয়ার নিকট। মাত্র সাড়ে ৮ হাজার টাকায় কিনে কসাই ছাদেকুল ইসলাম।

এদিকে ৬০ থেকে ৭০হাজার টাকার মাংস বিক্রি করার লোভ সামলাতে না পাড়া সেই কসাইয়ের বিরুদ্ধে  ফুঁসে উঠেছে মাংস ক্রেতারা।

চন্দনপাট ইউনিয়নের খৈয়ল্লাপাড়ার লোকমান আলীর ছেলে সাইফুজ্জামান টপি বলেন,আমি শহর থেকে ফেরার পথে নজিরের হাটে টাওয়ারের সামনে ছাদেকুল কসাইয়ের দোকানে মাংস কেনার জন্য দাঁড়ালে তার দোকানের আশেপাশের লোকজন অসুস্থ গরুর মাংস বিক্রি করার কানাঘুষো শুনতে পাই।

ওপর মাংস ক্রেতা সিরাজুল ইসলাম প্রতিবেদককে বলেন,কসাই ছাদেকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে। সে প্রায় সময় এমন ঘটনা ঘটায়।

অসুস্থ গরুটি মাত্র সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করার বিষয়টি নিশ্চিত করে গরুর মালিক নুর আলম মিয়া প্রতিবেদককে বলেন,আজ থেকে ১৫দিন যাবত আমার গাই গরুটি বেশ অসুস্থ হয়ে পড়ে। অনেক চিকিৎসা করার পরেও গরুটি আরো অসুস্থ হয়।

এ খবর কসাই ছাদেকুল ইসলাম জানতে পারলে তিনি গরুটি কেনার প্রস্তাব দেন।

এবিষয়ে মাংস বিক্রেতা কসাই ছাদেকুল ইসলাম অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার বিষয়টি অকপটে স্বীকার করে বলেন,গরুটি অল্প অসুস্থ ছিল, তাড়াতাড়ি ভ্যানে করে নিয়ে এসে জবাই করি।

এঘটনায় রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য বিভাগের সেনেটারি অফিসার কাইয়ুম বলেন, আমি অভিযোগ পেয়েই ঘটনাস্থলে টিম পাঠিয়েছি, এবং ওই কসাইয়ের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন, এখানে ক্লিক করুন

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।