নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়া উপজেলা মৎস্য অধিপ্তরের গুরুত্বপূর্ণ অভিযানে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন এর নেতৃত্বে আজ সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার, সিংড়া হাটে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে, সিংড়া কোর্টমাঠ প্রাঙ্গনে এনে জনসম্মুখে পুড়িয়ে ছাই করা হয়।
এবিষয় নিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন। আমাদের উপজেলা হাট থেকে দের লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছি। যার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল সহ সকল প্রকার মাছ ধরার অবৈধ উপকরণের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।