শফিকুল ইসলাম( জুয়েল) -স্টাফ রিপোর্টারঃ
“ভরবো মাছে মোদের দেশ – গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
আজ বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রহমান, মনোয়ারা বেগম, কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবীবা সিদ্দিকা।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান। এসময় প্রধান অতিথি এমপি সাদ্দাম হোসেন পাভেল বলেন, প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষে আমরা বিশ্বে ১ম হতে চাই। এ লক্ষে বর্তমান সরকার কাজ করে চলেছে।
তিনি আরো বলেন, ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ কে উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিনত করার লক্ষ বাস্তবায়নে সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে।
৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে সপ্তাহব্যাপী আলোচনা সভা, সেমিনার বা কর্মশালা, র্যালী, পোনা অবমুক্ত করণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি ও উদ্দোক্তাদের পুরস্কার বিতরণ, মৎস্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শণ, পরামর্শ সেবা, পানি পরীক্ষা রচনা ও কুইজ প্রতিযোগিতা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সহ বিভিন্ন কর্মসুচি পালন করছে।