রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরের ২আসনে সাবেক সাবেক সাংসদ ডিউক চৌধুরী ও পৌর মেয়র বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
এসময় বাড়ির সব আসবাবপত্র লুটপাট করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল সোমবার৫ই আগস্ট পৌরশহরে শহীদ মিনারে পিছনে ডিউক চৌধুরী ও পৌর মেয়র টুটুল চৌধুরী বাসভবনে বিকাল থেকে রাত পর্যন্ত লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে।ঘটনার সময় ডিউক চৌধুরী ও পৌরমেয়র টুটুল চৌধুরী কেউ বাসভবনে ছিলেন না।এছাড়াও হামলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা।এসময় কার্যালয়ের সামনে থাকা ২৫টি মোটরসাইকেল প্রধান সড়কে এনে আগুনে পুড়িয়ে দেয়।
সরজমিনে দেখা যায় ডিউক চৌধুরী বাসভবনে কয়েক হাজার ছাত্র জনতা প্রবেশ করে হামলা ভাংচুর চালায়।এসময় পৌরমেয়র টুটুল চৌধুরী বাসার ছাদের উপরে বিশাল আকারে ট্রাঙ্কে রাখা কয়েক হাজার কম্বল সন্ধান পান বিক্ষুব্ধ ছাত্র জনতা।পরে কম্বলগুলো উপস্থিত মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়।এছাড়াও মেয়রের বাসার সমস্ত আসবাবপত্র ও জানালার গ্রিল নিয়ে যায়। পাশাপাশি ডিউক চৌধুরী আপন চাচাতো ভাই লিংকন চৌধুরী ও লিটন চৌধুরী বাসভবনে ভাংচুর চালিয়ে যাবতীয় আসবাবপত্র লুটপাট করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট এর বাসভবনে হামলা ভাংচুর চালায়।এসময় সরকারি জিপে আগুন দেওয়া হয়।
অপরদিকে উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর পলিন চৌধুরী ও ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার মিমের বাসায় হামলা ভাংচুর চালায়ও দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয় ।এ সময় পলিন চৌধুরী ব্যক্তিগত গাড়িতে আগুন দিলে তা পুড়ে যায়।
Leave a Reply