মোঃ রিপন শেখ : ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ( ৪০) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ।মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় দিকে মানিকদহ ইউনিয়নের বামনকান্দা রেল রাস্তার পশ্চিম পাড়া বিলের ভিতরের ও কচুরিপানা থেকে ওই ব্যক্তির অজ্ঞাত লাশটি শনাক্ত করে নিহত পরিবারের উদ্ধার করে লাশটি নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের সূত্রে জানা যায়,২ আগস্ট শুক্রবার দুপুরে ১টার দিকে নামাজ পড়া উদ্দেশ্যে বাড়ি থেকে তিনি বের হয়।তার স্ত্রী সাথে শেষ কথা হয়। দুপুর সাড়ে ১টার দিকে ফোন রিমাজ রিসিভ করে বললেন আমি পুখুরিয়া বাস স্ট্যান্ড আলাউদ্দিন গরু চামলা দোকানে বসে আছি।
দে একটু পর আমি বাড়িতে আসতেছি।তার পর থেকে নিহত রিমাজ মোবাইল ফোন বন্ধ থাকায় এর পর বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়ি আমরা খোঁজাখুঁজি করেছি।তাকে না পেয়ে এ বিষয়ে ভাংগা থানায় ২ আগস্ট একটি সাধারণ ডাইরি করা হয়েছে। ৫ আগস্ট দুপুরের দিকে বিলের পাট কাটার জন্য কৃষকরা গেলে লাশটি দেখতে পেয়ে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয় ।
৬ আগস্ট সকাল ৯টার দিকে ভাংগা থানা থেকে লাশটি পানির থেকে উঠানোর জন্য যায় লোকমান মিয়া, ও হাসমত মিয়া,ও রুহুল আমিন মিয়া। তারা গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে দেয়। পরিবারের দাবি , যারা আমার সন্তানকে মেরে ফেলেছে তাদের ফাঁসি চাই।