নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে পাপ্পু (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯’জুলাই) দুপুর ১২টার দিকে জেলা কারাগারে এঘটনা ঘটে।
নিহত পাপ্পু সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে। সিরাজগঞ্জ জেলা কারাগার সুপার এ,এস,এম কামরুল হুদা জানান, পাপ্পু নামের এক হাজতী হেরোইন ও মারামারি মামলায় গত ৩০ মে কারাগারে আসেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমের ভেতরের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় অন্যান্য কয়েদীরা টের পেয়ে তাকে উদ্ধার কারা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।