ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

50
admin
আগস্ট ২১, ২০২৪ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার

ভোলায় এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের অবহেলায় সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ আগষ্ট) রাত ১০টার দিকে ভোলা সদর রোড এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ কামাল মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, সোনিয়া কে অন্তঃসত্ত্বা অবস্থায় সোমবার বিকেল পাঁচটায় ভোলা এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে তাকে ভর্তি করানো হয়।

ভর্তি করানোর পর ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত যে নার্স ছিল তিনি রাত ৮ সময় সোনিয়া কে ৫ থেকে ৭ টা ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়। এতে কিছুক্ষণ পর অন্তঃসত্তা সোনিয়ার অবস্থা খারাপ হতে থাকে, অন্তঃসত্ত্ব সোনিয়ার সজনরা নার্স কে ডাকলে উনি সাড়া না দিয়ে বসে বসে ফোনে ভিডিও দেখে আর পেয়ারা খাচ্ছে। এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে কোন ডাক্তার বা কোন অভিজ্ঞ নার্স কেউ ছিলনা এবং ডায়াগনস্টিক কর্তৃপক্ষ কোন ব্যবস্থাও গ্রহণ করেনি। এতে ওই নারীর অবস্থা আরো খারাপ হতে থাকে এবং মুখ, নক,চোখ দিয়ে রক্ত বের হতে থাকে।

রাত ১০ টার সময় ডাক্তার কে ফোন দেওয়া হলে, কিছুক্ষণ পর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। অভিযোগে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করা হলে ঐ নার্স এবং কর্তৃপক্ষ কাউকে খুঁজে পাওয়া যায়নি। এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভোলা সদর হাসপাতাল ডাঃ কে এম শফিকুজ্জামান (সিভিল সার্জন) বলেন প্রতিটা ডায়াগনস্টিক সেন্টারে তিনজন করে ডাক্তার থাকবে, একজন ডাক্তার ২৪ ঘন্টা থাকবে। এ বিষয় দ্রুত তদন্ত করা হবে, তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।