গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মন্ডলপাড়া শালবন থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ওই স্থানে লাশ দেখে পুলিশ খবর দেয়।সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের এসআই ইসমাইল হোসেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।নিহতের গায়ে সাদাকালো চেক টি সার্ট ও পরনে লুঙ্গি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় জানা যায়নি।
লাশটি ময়নতন্ত্রের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।