বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় মোঃ মাহবুব হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে উপজেলার বাসুদেবপুর মধপাড়া দোলবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মাহবুব হোসেন উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের দিনমজুর মোঃ ইমান আলীর ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২১ আগষ্ট) দিনগত রাতে বাড়ি থেকে বের হয়ে যান মাহবুব। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি।
আজ সকালে নিহতের বাড়ির অদুরে মধ্যপাড়া এলাকার একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুর্ব কোন শত্রুতার জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কে বা কারা হত্যার পর এ স্থানে মরদেহটি ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে সুষ্ঠ তদন্ত করে এ ঘটনার আসল রহস্য উদঘাটন করা হবে।