রাসেদ বিল্লাহ চিশতীঃ
বন্যায় কবলিত নোয়াখালীতে সাবেক পৌর মেয়রের উদ্যেগে আশ্রয়কেন্দ্রে ব্যাপক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
২৩ আগষ্ট শুক্রবার নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ খান সোহেলের উদ্যেগে পাঁচ হাজার সাতশত মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শহিদুল্লাহ খান সোহেল এ প্রতিবেদকে বলেন, নোয়াখালী জেলার ৯টি উপজেলার ৯৩টি ইউনিয়নে গত কয়েক দিনে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পানি বন্দী হয়ে পড়েছে অন্তত ২০ লক্ষ বাসিন্দা। নোয়াখালী সদর উপজেলা, উপকূলীয় অঞ্চল সুবর্ণচর ও উপকূলী অঞ্চল হাতিয়া উপজেলাতে টানা ভারী বর্ষণে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ফসলী জমি, মৎস খামার, গরুর খামার, ঘর বাড়ি।
এছাড়া পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ৭/৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। আমাদের ছাত্র, যুব ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আটকে থাকা বানবাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
বন্যা কবলিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি বলেন, মানবিক ভাবে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, চাল, ডাল, পানিবিশুদ্ধ করন ট্যাবলেট, মোমবাতি ও লাইটার সামগ্রি বিতরণ করা হবে। এসময় জেলা ও পৌর শাখার ছাত্র ও যু্বলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ত্রান বিতরণে স্বেচ্ছায় অংশ নেন।